ধরলা নদীর পাড়ে কুড়িগ্রাম বন্ধুসভার চড়ুইভাতি

কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

বন্ধুদের সঙ্গে নতুন বছরে আনন্দ ভাগাভাগি ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করতে চড়ুইভাতি করেছে কুড়িগ্রাম বন্ধুসভা। ১০ জানুয়ারি দিনব্যাপী কুড়িগ্রাম ধরলা নদীর পাড়ে এটি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেন বন্ধুরা। সারা দিন হইহুল্লোড় করে ও নদীর পাড়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান সবাই। নতুন বছরকে স্বাগত জানিয়ে এ আয়োজনে ছিল বিভিন্ন ধরনের মজার খেলা, লটারি, গান, নাচ ও আড্ডা।

অনুভূতি ব্যক্ত করেন প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি শফি খান, প্রথম আলোর চর আলোর পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান, কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা মোখলেছুর রহমান মুকুল, রুকুনুজ্জামান রুকু ও আসিফ ওয়াহিদ।

উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি সিরাতুল জান্নাতি, সহসভাপতি নয়ন সরখেল, এনামুল হক, সাধারণ সম্পাদক ভুবন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া শিমু, সহসাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক তৌহিদ আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মোসা. তাকিয়া, সাংস্কৃতিক সম্পাদক রহিম বাদশা, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তুলসী কুমার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. জিপু, তথ্য ও যোগাযোগ সম্পাদক প্রান্ত পাল, বইমেলা সম্পাদক রাশেদা খাতুনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা