‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছে কুষ্টিয়া বন্ধুসভা। ৬ আগস্ট কুষ্টিয়া জি কে হাইস্কুলে এ কর্মসূচি পালন করা হয়।
বন্ধুসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জি কে হাইস্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের বিকল্প নেই। জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখতে বৃক্ষরোপণ ও পরিচর্যা অপরিহার্য।’
হাইস্কুলের সভাপতি সিরাজুল হক বলেন, ‘প্রথম আলো শুধু গণমাধ্যম হিসেবেই ভূমিকা রাখে না, বরং বাংলাদেশের সমাজ, সংস্কৃতি পরিবর্তন, শিক্ষাক্ষেত্রে উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রাখছে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা একদিন থাকব না। কিন্তু এই গাছ থাকবে, অক্সিজেন দেবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। তাই তোমরা গাছ লাগাবে এবং সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করবে।’
এ সময় শিক্ষকদের সঙ্গে নিয়ে হাইস্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫০০ বিভিন্ন গাছের চারা বিতরণ করেন বন্ধুরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান ও আঞ্চলিক বিজ্ঞাপন সহযোগী রুহুল আমিনসহ কুষ্টিয়া বন্ধুসভার বন্ধুরা।