লক্ষ্য ছাড়া জীবনে সফলতা আসে না

জেলা শহরের সাধারণ পাঠাগারে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বিদ্যুৎ মিত্র রচিত ‘সঠিক নিয়মে লেখাপড়া’ বই পাঠচক্র করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ৩ অক্টোবর বিকেলে জেলা শহরের সাধারণ পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।

বইটি নিয়ে আলোচনা করেন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর। তিনি বলেন, ‘ভালো শিক্ষার্থী হতে হলে পড়ালেখায় যথেষ্ট সময় দিতে হবে। খাটতে হবে বেশ। ভালো ফলাফল করতে হলে পড়ালেখায় নিয়মানুবর্তিতা প্রয়োগ করতে হবে। এ জন্য শিখতে চাওয়ার প্রবল আগ্রহ রাখতে হবে। লক্ষ্যস্থির করতে হবে। লক্ষ্য ছাড়া জীবনে সফলতা আসে না। নির্ধারিত লক্ষ্যটি পূরণ করার জন্য প্রয়োজন পড়ার রুটিন তৈরি করা। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে।’

জেলা শহরের সাধারণ পাঠাগারে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

‘ক্লাসে শিক্ষক কী পড়াচ্ছেন তার নোট নিতে হবে। এ ছাড়া শিক্ষক যে বিষয়টি নিয়ে পাঠদান করবেন, সে বিষয়টি পূর্বেই বাসা থেকে পড়ে যেতে হবে। তাহলে পাঠটি বুঝতে সুবিধা হবে। হাতের লেখা ভালো করতে হলে প্রতিদিন বেশ কয়েক পাতা লিখতে হবে। লেখার চেষ্টা করতে হবে ছাপা অক্ষরে। এক দিনেই ফলাফল আসবে না। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।  সর্বোপরি একজন শিক্ষার্থীকে অবশ্যই নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে।’ শেষে তিনি সবাইকে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই পড়ার আহ্বান জানান।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু মাশরুফা খাতুন, ফাবিয়া ফারজানা, আল মাহমুদ, মঈন আলী, নাফিউল ইসলাম, সাকিব হাসান, জোবায়ের আলী, সোহান আলী, শাকিল হোসেন ও সৈয়দ নুরুল আমিরুল মোমেনীনসহ অন্য বন্ধুরা।

বন্ধু, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা