কেশবপুর বন্ধুসভার পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা
যশোরের কেশবপুর বন্ধুসভার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মুর্যালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালন করেন বন্ধুরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কেশবপুর বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি দিলীপ মোদক, বন্ধুসভার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান বাবু ও সদস্য মনিরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ, দপ্তর সম্পাদক ছাদেক হোসেন, অর্থ সম্পাদক সুরাইয়া ইয়াসমিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাদিয়া খাতুন, সাংস্কৃতিক সম্পাদক জয়া দাস, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইকরামুল, বন্ধু সাদিয়া খাতুন, সুমাইয়া খাতুন, পুষ্পিতা দাস ও সুপ্রিয়া দাস।