নোবিপ্রবি বন্ধুসভার সহমর্মিতার ঈদ
সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি গ্রহণ করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ৫ মার্চ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
এদিন কয়েকটি পরিবারের মধ্যে ঈদের উপহারসামগ্রী প্রদান করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল সেমাই, গুঁড়া দুধ, চিনি, পোলাওর চাল, পেঁয়াজ, তেল, ছোলা, মসুর ডাল, বাদাম ও কিশমিশ।
উপহার পেয়ে তাঁরা অনেক খুশি হয়। এক মহিলা বলেন, ‘ইয়ান হাই মনে হইসে আল্লাহ আর মুই রেইনছে, ঈদে হোলাহাইনরে কিছু দিতাম হারুম।’
এক পুরুষ আবেগাপ্লুত হয়ে বললেন, ‘বাফরে, ঈদের দিনকান এবার মন খুলি কাডাইতাম হারুম। আন্নেরা বড় হন।’
এবারের কর্মসূচির বিশেষ অংশ ছিল বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুর জন্য ঈদ উপহার। নোবিপ্রবি বন্ধুসভা গত ডিসেম্বর থেকে এই শিশুটির পড়াশোনার দায়িত্ব নিয়েছে এবং তা অব্যাহত রেখেছে।
এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা সৈয়দ মো. সিয়াম, সভাপতি আবু রায়হান, সহসভাপতি উর্মি বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে মেহেরুন সরকার, অর্থ সম্পাদক সানজিদ মুন্তাসিরসহ অন্য বন্ধুরা।