একুশে ফেব্রুয়ারি বাঙালির প্রেরণার উৎস

পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ছবি: বন্ধুসভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ করেছে সিলেট বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকাল আটটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বন্ধুরা।

পুষ্পস্তবক অর্পণের পর বন্ধুদের উপস্থিতিতে প্রভাতফেরি বের করা হয়। তারপর শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা বলেন, ‘আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ১৯৫২ সালে বুকের রক্ত দিয়ে সালাম, শফিক, বরকত, জব্বার, রফিকসহ ভাষাসৈনিকেরা যে ইতিহাস রচনা করেছেন, সেটিই হয়ে উঠেছে বাঙালির অধিকার আদায়ের, মাথা নত না করার চিরপ্রেরণা।

তাঁরা আরও বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি বাঙালির আবেগ, ভালোবাসা, আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস। আমরা শ্রদ্ধাবনতচিত্তে ভাষা আন্দোলনের জানা-অজানা সব শহীদকে স্মরণ করি।

সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা