সিলেট বন্ধুসভার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

ম্যাচ শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড়রা
ছবি: বন্ধুসভা

কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল। সেটির উত্তাপ বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি পূণ্যভূমি সিলেটও। ব্রাজিল ও আর্জেন্টিনা—এই দুই দলের সমর্থনে বিভক্ত পুরো অঞ্চল। বন্ধুসভার বন্ধুরাও ফুটবলের উন্মাদনায় মজে আছে। সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট বন্ধুসভা।

৫ ডিসেম্বর, সিলেটের একটি ইনডোর মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা—দুই দলে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছেন বন্ধুরা। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় ৪-২ গোলের ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই ব্রাজিল দলের অধিনায়ক অন্তর শ্যাম দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন। ৮ মিনিটের মাথায় হিমাদ্রির গোলে সমতায় ফিরে আর্জেন্টিনা। এর ৪ মিনিট পর আবারও বল জালে জড়ান অন্তর। ব্রাজিল ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে।

দ্বিতীয়ার্ধে ভয়ংকররূপে দেখা দেন আর্জেন্টিনা একাদশের খেলোয়াড়েরা। ২ মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করেন হিমাদ্রি ও অসীম। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল একাদশ। খেলা শেষ হওয়ার মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হিমাদ্রি। এতে ৪-২ গোলে জয় পায় আকাশি-নীল জার্সিধারীরা। ম্যাচসেরার পুরস্কার পান আর্জেন্টিনা দলের স্ট্রাইকার হিমাদ্রি।

সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা