জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিবস উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’র প্রদর্শনীর আয়োজন করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ১৯ অক্টোবর বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্র প্রদর্শনী শেষে ছিল সিনেমার বিষয়বস্তু ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব। প্রভাষক ফরিদ উদ্দীন মাসুদ বলেন, ‘আমি সাধারণত চলচ্চিত্র দেখি না। বন্ধুসভার আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র “ময়না” দেখলাম। যুদ্ধকালীন সময়ে একটি পোষা ময়না পাখিকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। সমগ্র বাংলাদেশ যখন “জয় বাংলা” স্লোগানে মুখর, তখন কিশোর রনি তার পোষা ময়না পাখিকে “জয় বাংলা” বলতে শেখায়। পাকিস্তানি সেনাবাহিনীর হত্যা, নির্যাতন ও আতঙ্কে সারা দেশ যখন নিস্তব্ধপ্রায়, ময়না পাখিটির “জয় বাংলা” ডাক তাদেরকেও ভীত করে তোলে; যেটি চলচ্চিত্রে সুন্দরভাবে ফুটে উঠেছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা স ম তুহিন, চলচ্চিত্র নির্মাতা উজ্জ্বল কুমার মণ্ডল, নাট্যপরিচালক মুছা করিম, বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক অতুল ঘোষ, আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টু, কবি শিরিন সিদ্দিকীসহ সুধীজন ও বন্ধুসভার বন্ধুরা।
সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা