‘তারুণ্য’ ম্যাগাজিন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্র
প্রথম আলো বন্ধুসভার বার্ষিক ম্যাগাজিন ‘তারুণ্য’ নিয়ে পাঠচক্র করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৪ জুলাই বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে আলোচনা করেন কার্যনির্বাহী সদস্য শাকিল হোসেন। তিনি কামরুল হায়দারের ‘সত্যিকারের মানুষ হয়ে ওঠা’, সৈয়দ মনজুরুল ইসলামের ‘লেখালেখির নানা দিক’ ও মুনির হাসানের ‘পারব না কেন, পারব’ নিয়ে আলোচনা করেন। শাকিল হোসেন বলেন, ‘সত্যিকারের মানুষ হওয়ার চর্চা করতে হবে। সত্যিকারের মানুষ হতে গেলে প্রথমে দরকার নিজেকে চেনা। এরপর প্রয়োজন আত্মসমালোচনা। আমি কি পারি আর কি পারি না সেটা দিয়েই শুরু করতে হবে। যা পারি তা আরও ভালো করে পারার চেষ্টা করতে হবে। সত্যিকারের মানুষ হতে হলে হতে হবে বিনয়ী ও আত্মবিশ্বাসী। সৎ সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’
শাকিল হোসেন বলেন, ‘লেখালেখি করতে হলে আমাদের অনেক বই পড়তে হবে। একজন লেখককে দৃষ্টি দিতে হবে জীবনের ভেতরে। যতদূর সম্ভব নিজের জীবন সম্পর্কে জানতে হবে। কোনো লেখক থেকে অনুপ্রেরণা পেলেও তাঁকে অনুসরণ করা যাবে না। অনুকরণ করা তো কখনো যাবেই না।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, দপ্তর সম্পাদক আসেফ উৎস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ফাতেমা খাতুন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, বন্ধু মুশফিক মাহাদী, সৈয়দ নুরুল আমেনীন, সাজ্জাদ হোসেনসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা