‘মায়ের প্রতি খোলাচিঠি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পাঠচক্র

পুরস্কার হাতে বিজয়ীরা
ছবি: বন্ধুসভা

মা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত ‘মায়ের প্রতি খোলাচিঠি লেখনী’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৯ জুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কাজী এম আনিছুল ইসলাম।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন লোকপ্রশাসন বিভাগের মোজাম্মেল হক তাবরিজ, দ্বিতীয় হয়েছেন আইন বিভাগের তানভীর আহমেদ গাজী এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন বাংলা বিভাগের সুমন আহমেদ রাহাত ও মুন্নি আক্তার।

পাঠের আসরে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

গত ২৯ মে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। পৃথিবীর সব মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এই আয়োজন।

এদিকে পুরস্কার বিতরণীর আগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পাঠচক্র করেছেন বন্ধুরা। বই নির্বাচন করা হয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস ‘সাতকাহন’।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক তানজিম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মানছুর আলম, প্রচার সম্পাদক তানভীর সালাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক প্রকাশ পাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুদেপা দেবনাথ এবং কার্যনির্বাহী সদস্য শাহরিয়া আহম্মেদ।