সুনামগঞ্জ বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক
সুনামগঞ্জ বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। ১৩ জুলাই সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমে সুনামগঞ্জ বন্ধুসভার ভূমিকা, জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের পূর্ব প্রস্ততি, উপজেলা শহরগুলোতেও নতুন বন্ধু যোগদানে উৎসাহিতকরণ ও সুনামগঞ্জে কার্যক্রম পরিচালনায় সাফল্য ও কর্মপরিধি বিস্তৃত করার সামগ্রিক বিষয় আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আইনজীবী খলিল রহমান, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি সৌরভ সরকারসহ অন্যান্য বন্ধুরা।
সভাপতি, সুনামগঞ্জ বন্ধুসভা