স্বেচ্ছাসেবীরা দেশের বড় সম্পদ

প্রথম আলোর চট্টগ্রাম অফিসে চট্টগ্রাম বন্ধুসভার আলোচনা সভাছবি: বন্ধুসভা

‘স্বেচ্ছাসেবীরা দেশের বড় সম্পদ। তাঁরা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে সমাজের মানুষের জন্য কল্যাণকর কাজ করে থাকেন।’ চট্টগ্রাম বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৪-এর প্রথম সভায় এ কথা বলেন সভাপতি ইব্রাহীম তানভীর।

কার্যনির্বাহী কমিটির সব সদস্যকে নিয়ে ১২ জানুয়ারি বিকেলে প্রথম আলোর চট্টগ্রাম অফিসে আলোচনা সভা ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বছরব্যাপী কী কী করা যেতে পারে, সেই পরিকল্পনা বন্ধুরা সবাই উপস্থাপন করেন।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বন্ধুদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছেন প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ঊষা বিনতে হোসাইন।

আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তায় বিদেশি শব্দের ব্যবহার বিদ্যমান। বাংলা শব্দে নিজের মনোভাব প্রকাশের জন্য চর্চার পাশাপাশি প্রয়োজনে প্রশিক্ষণ আয়োজন করার পরামর্শ দেন সহসভাপতি শাওন রায়। সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার ভাষ্যমতে, বন্ধুসভার কার্যক্রমকে ত্বরান্বিত করতে আয়োজনগুলোতে নতুনত্ব আনতে হবে; যাতে করে বন্ধুদের মধ্যে আগ্রহ আরও বাড়ে। সবার পারস্পরিক সহযোগিতায় আয়োজনগুলো সফল হয়ে উঠবে।

বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী নির্বাচিত হওয়ায় কার্যনির্বাহী সদস্য অর্পিতা দেবী দোলাকে উপস্থিত সবার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।

সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা