বন্ধুরা শিশুদের ঈদ–আনন্দের অংশ হতে পেরে খুশি

নাটোর বন্ধুসভার পক্ষ থেকে শিশুদের মধ্যে রঙিন জামা বিতরণছবি: বন্ধুসভা

ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ করেছে নাটোর বন্ধুসভা। এর অংশ হিসেবে ২২ মার্চ বিকেলে নবাব সিরাজউদ্দৌলা কলেজের শহীদ জিয়া অডিটরিয়াম প্রাঙ্গণে শিশুদের মধ্যে রঙিন জামা বিতরণ করা হয়। এ ছাড়া পথচারীদের মধ্যে ১০০ প্যাকেট ইফতারি বিতরণ করেন বন্ধুরা।

শিশুরা নতুন পোশাক পেয়ে খুব আনন্দিত ছিল। প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন বলেন, ‘ঈদে অনেক শিশু আছে, যাদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। তাদের জন্য আমাদের এই আয়োজন। বন্ধুসভার বন্ধুরা শিশুদের ঈদ–আনন্দের অংশ হতে পেরে অনেক খুশি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।’

পথচারীদের মধ্যে ইফতারি বিতরণ

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহবুব রহমান, সভাপতি সেলিম রেজা, সহসভাপতি সুজন কুমার শীল, সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আলী, সহসাংগঠনিক সম্পাদক পূজা দাস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বপন কুমার, প্রচার সম্পাদক মিন্নাত হোসেন, ম্যাগাজিন সম্পাদক পিংকি সরকার, কার্যনির্বাহী সদস্য হান্নান মিয়াসহ অন্য বন্ধুরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, নাটোর বন্ধুসভা