পটুয়াখালী বন্ধুসভার একটি ভালো কাজ

দরিদ্র শিক্ষার্থীকে অর্থ সহায়তা করেছে পটুয়াখালী বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে স্মৃতি রানী দেবনাথ। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের লোহালিয়া গ্রামে। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এই শিক্ষার্থী ভালো রেজাল্ট করলেও কলেজের ভর্তি ফি ও বই কেনার অর্থের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় এগিয়ে এসেছে পটুয়াখালী বন্ধুসভা।

২ নভেম্বর পটুয়াখালী মহিলা কলেজে স্মৃতি রানী দেবনাথের হাতে কলেজের ভর্তি ফি ও বই কেনার জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। বন্ধুসভার পক্ষে কলেজের অধ্যক্ষ মো. মোসাদ্দের বিল্লাহ স্মৃতির হাতে অর্থ তুলে দেন। প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে পটুয়াখালী বন্ধুসভার বন্ধুরা নিজেদের জমানো অর্থ দিয়ে এ সহায়তা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বন্ধুসভার উপদেষ্টা মিজানুর রহমান, মেজবাহ উদ্দিন, সহসভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সুস্মিতা মন্ডলসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

সাধারণ সম্পাদক, পটুয়াখালী বন্ধুসভা