সবুজে ঘেরা ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করে তুলতে বৃক্ষরোপণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বন্ধুসভার সদস্যরা অংশ নেন। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন বন্ধুরা।
বন্ধুসভার সদস্যরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রথম আলো বন্ধুসভার এ উদ্যোগে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা।