রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্যাপন
‘প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। সমাজের দায়বদ্ধতার জায়গা থেকে প্রথম আলো প্রতিদিন সত্যে তথ্যে সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক ভালো কাজ করে যাচ্ছে। আর প্রথম আলোর ২৫ বছর ধরে ভালো ও মানবিক কাজের সঙ্গে জড়িত রয়েছেন একঝাঁক ভালো মানুষ। আজও প্রমাণ দিল প্রথম আলো,’ ৭ নভেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম আলোর রজতজয়ন্তীর আয়োজনে বক্তারা এসব কথা বলেন।
গোয়ালন্দ বাজার প্রধান সড়ক–সংলগ্ন ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের তৃতীয় তলার মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হকের বেহালার সুরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি এম রাশেদুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন মোল্যা, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বন্ধুসভার সঙ্গে যুক্ত পাঁচ শিক্ষক বন্ধুকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী, তেনাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুয়ারা কাদরী, দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার এবং কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান। তাঁরা সবাই বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধু।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বন্ধুসভার বন্ধুরা। কবিতা আবৃত্তি করেন সহসভাপতি জীবন চক্রবর্তী, বন্ধু মঞ্জুয়ারা কাদরী। সংগীত পরিবেশন করে ছোট্ট বন্ধু অপর্ণা বিশ্বাস, নৃত্য পরিবেশন করে শ্রীতমা বিশ্বাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সফিক মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আবদুল মুহিত হীরা, প্রবীণ শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী, রাজনীতিবিদ সফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন, গোয়ালন্দ বন্ধুসভার সহসভাপতি ডাক্তার জাকির হোসেন, শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক হুমায়ন আহম্মেদসহ অন্য ব্যক্তিরা।