প্রবাসী বাংলাদেশিদের সম্মানে কাতার বন্ধুসভার ইফতার

দোহার আল বিদ্যা পার্কে কাতার বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে ইফতার আয়োজন করেছে কাতার বন্ধুসভা। ২০ মার্চ দোহার আল বিদ্যা পার্কে সবুজ প্রকৃতিতে খোলা আকাশের নিচে এটি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলকে ঘিরে আয়োজন করা হয় ইসলামি সংগীত ও কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের মধ্যে দারুণ উৎসাহ দেখা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট, মেডেল ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ইসলামি সংগীতে প্রথম স্থান অর্জন করেন দাউদ খান, দ্বিতীয় স্থান বাবু মিয়া ও তৃতীয় স্থান অর্জন করেন মো. জনি। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে সম্মাননা সনদ প্রদান এবং ছোট বন্ধুদের বিশেষ উপহার দেওয়া হয়।

কাতার বন্ধুসভার বন্ধুরা

উপস্থিত ছিলেন জে অ্যান্ড জে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইনজামুল হক জুলহাস, বাংলাদেশ কমিউনিটি কাতারের সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল, আল হাম্মাদি ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ অভি, রেইহ আরব গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল ইসলাম, অরিডো কাতারের অ্যাকাউন্ট ম্যানেজার আবু সোয়েবসহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা।

ইফতার বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন কাতার বন্ধুসভার উপদেষ্টা তামিম রায়হান ও সুলতান ডাইনিংয়ের ম্যানেজিং ডিরেক্টর বায়েজিদ আহমেদ। অতিথিরা বন্ধুসভার এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ রকম কার্যক্রমের সঙ্গে থাকার আশ্বাস প্রদান দেন।

ইফতার মাহফিল শেষে বন্ধুসভার সহমর্মিতার ঈদ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা এবং এই উদ্যোগ সফল করতে তহবিল সংগ্রহ করা হয়। যেখানে কার্যনির্বাহী সদস্য, অতিথি ও উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভাপতি, কাতার বন্ধুসভা