‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাস নিয়ে পাঠচক্র

চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

বাকাল নদীর তীরে অবস্থিত ছোট একটি গ্রাম কুমুরডাঙ্গা। নদী ও নদীর তীরবর্তী মানুষদের জীবন নিয়ে গড়ে উঠেছে ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসের পটভূমি। ২৭ অক্টোবর সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র লেখা উপন্যাসটি নিয়ে পাঠচক্রের আসর করেছে চট্টগ্রাম বন্ধুসভা। প্রথম আলোর চট্টগ্রাম অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

‘হিরন্ময় কথকতা’ শিরোনামে চট্টগ্রাম বন্ধুসভার সিরিজ পাঠচক্রের এটি চতুর্থ পর্ব। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা তাহমিনা সানজিদা। তিনি বইটির বিভিন্ন চরিত্র যেমন মুস্তফা, জোহরা, কফিলউদ্দিন, কালু, স্কুলপড়ুয়া মেয়ে সকিনা ইত্যাদি চরিত্রগুলো নিয়ে আলোচনা করেন।

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধু ঊষা বড়ুয়া বলেন, ‘এ উপন্যাসটি আমাদের প্রতিটি ঘটনা নিজের মতো করে সাজিয়ে নেওয়ার ও ভাবনার জগৎকে প্রসারিত করার সুযোগ করে দেয়।’ আরেক বন্ধু আসাদ বলেন, ‘বইটির ভাষাশৈলী আমার কাছে ভিন্ন মনে হয়েছে। লেখক সফলভাবে প্রবহমান ঘটনাগুলোকে বর্তমানের সঙ্গে মিশিয়ে আমাদের কল্পনায় উপস্থাপন করেছেন।’

পাঠচক্র শেষে সেরা প্রশ্নদাতা তৃষা বড়ুয়াকে পুরস্কৃত করা হয়। সঞ্চালনা করেন সহসভাপতি নুরুজ্জামান খান ও বন্ধু ইকবাল হোসেন।

সহসভাপতি, চট্টগ্রাম বন্ধুসভা