বন্ধুসভার উদ্যোগে জামালপুরে শুরু হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্বাধীনতা মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন জামালপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা
ইভেন্টে থাকছে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার পরিমাপ, প্রাথমিক চিকিৎসাসহ নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি গর্ভবতী নারী, গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতা ও তার প্রতিকার নিয়ে থাকবে আলোচনা পর্ব। এ ছাড়া মেয়েদের মাসিক, স্তন ক্যানসারবিষয়ক আলোচনাও বিশেষভাবে তুলে ধরা হবে।

বাংলাদেশের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম চিকিৎসা। কিন্তু এখনো মফস্‌সল অঞ্চলে আধুনিক চিকিৎসা নেই বললেই চলে। দুঃখের বিষয় হলো, দেশ স্বাধীনের ৫০ বছর পার হয়ে গেছে। তবু নেই কোনো আশানুরূপ অগ্রগতি! যা পরিতাপের বিষয়।

প্রতিবছরই জামালপুর বন্ধুসভার বন্ধুরা একটি পরিপূর্ণ বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছরও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছেন জামালপুরের বন্ধুরা। স্বাধীনতার মাসে ‘স্বাধীনতা মেডিকেল ক্যাম্প’ ব্যানারে আগামী ১ মার্চ, শুক্রবার এটি অনুষ্ঠিত হবে। সহযোগিতায় থাকছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও ইউনিমেড-ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

জামালপুর জেলার ডেফুলিবাড়ী গ্রামের ডেফুলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় এই মেডিকেল ক্যাম্প সকাল ১০টায় শুরু হয়ে চলবে দিনব্যাপী। ইভেন্টে থাকছে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার পরিমাপ, প্রাথমিক চিকিৎসাসহ নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি গর্ভবতী নারী, গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতা ও তার প্রতিকার নিয়ে থাকবে আলোচনা পর্ব। এ ছাড়া মেয়েদের মাসিক, স্তন ক্যানসারবিষয়ক আলোচনাও বিশেষভাবে তুলে ধরা হবে। কারণ, পল্লিগ্রামের এই মানুষগুলো এসব বিষয়কে খুবই এড়িয়ে চলে কিংবা হীনম্মন্যতায় ভোগে, যার ফলাফল পরবর্তী সময়ে অসন্তোষজনক হয়ে থাকে।

জামালপুর বন্ধুসভা ইতিমধ্যে প্রায় ৪০০ মানুষের ব্লাড গ্রুপিংয়ের জন্য ল্যানসেট, অ্যালকোহল প্যাড, রিএজেন্ট ম্যানেজ করেছে। সঙ্গে আছে গ্লুকোমিটার, যার মাধ্যমে ডায়াবেটিস পরীক্ষা করা হবে। এ ছাড়া ব্লাড প্রেশার যন্ত্রসহ ২০০ রোগীর জন্য অ্যান্টি আলসারেন্ট (গ্যাস্ট্রিকে ওষুধ) ব্যবস্থা করা হয়েছে, যা রোগীদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হবে।

এই মহৎ কাজে চিকিৎসক হিসেবে থাকবেন জামালপুর বন্ধুসভার সভাপতি ডা. জাকারিয়া জাকি, সহসভাপতি ডা. এম এ কাভী সেকান্দার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কানিজ ফাতেমা তায়েবা, ডা. রাজেশ দেওয়ান, ডা. ওয়ালীউল্লাহ, ডা. মঞ্জুরুল হাসান জীবন, ডা. সাদিয়া তাসনিম আনিকা, ডা. ফাহমিদুল ইসলাম ফাহাদ, ডা. সউদা হক রুমি, ডা. সম্প্রিতা হাসিন, ডা. হাবিবা রহমান মুনা, ডা. জামিল হোসেন, ডা. সুদিপ্ত খাসনবিশ আকাশ। তাঁরা সবাই জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত।