বন্ধুসভার বন্ধুরা দেশ সংস্কারে ভূমিকা রাখছেন

দেয়ালে গ্রাফিতি আঁকছেন দুই বন্ধুছবি: বন্ধুসভা

তরুণদের মাধ্যমেই আজকের এই বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তরুণদের হাত ধরে। তাইতো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাঁরা নেমেছেন দেশ সংস্কারে। নিজ নিজ এলাকায় থেকে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরাও দেশ সংস্কারে ভূমিকা রেখে যাচ্ছেন।

শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি
ছবি: বন্ধুসভা

বগুড়ার বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকেন, পাশাপাশি রাতে মোমবাতি প্রজ্বালন করেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধু জেরিন। মিরপুরের রাস্তায় ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব পালন করেন ওয়াসিম। রাত জেগে মালবাহী ট্রাক চলাচলের জন্য ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন নাবিল হাসান। তপ্ত রোদে গাজীপুর চৌরাস্তায় ট্র্যাফিক কন্ট্রোল ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করেন রাহিদ। রাতের আঁধার নেমে এলে মহল্লার নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছেন তাঁরা।

সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা