চীনে বন্ধুসভার জন্মদিনে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মিলনমেলা
প্রথম আলোর স্লোগান ‘ভালোর সাথে আলোর পথে’। আর বন্ধুসভা হচ্ছে সেই আলোর দিশারি। দেশের গণ্ডি পেরিয়ে বন্ধুসভা কাজ করছে বিদেশেও।
প্রথম আলোর মতো বন্ধুসভাও পাড়ি দিয়েছে প্রতিষ্ঠার দুই যুগ। সেই উপলক্ষে গতকাল রোববার চীন বন্ধুসভা আয়োজন করে আলোচনা সভার। চীনের নানজিং ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রফেসর ফান চিং।
কাজাখস্তানের নাগরিক মোহাম্মদ আলীর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন ভারত, আফগানিস্তান, বুলগেরিয়া, মিয়ানমার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও।
সবশেষে কেক কাটা ও চীন বন্ধুসভার আহ্বায়ক আহনাফ তহমিদের বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সঞ্চালনা করেন সাবরিনা লিজা।