অসুস্থ বীর প্রতীককে দেখতে হাসপাতালে লালমনিরহাট বন্ধুসভার বন্ধুরা
টাইফয়েডে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক। জাতির এই সূর্যসন্তানকে দেখতে ২৫ মার্চ রাতে হাসপাতালে ছুটে যান লালমনিরহাট বন্ধুসভার বন্ধুরা। এ সময় তাঁরা তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
আজিজুল হক মন খারাপ করে বলেন, ‘স্বাধীনতার পর এই প্রথমবারের মতো শহীদদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি দিতে যেতে পারছি না অসুস্থতার কারণে। তোমরা দোয়া করো, আমি যেন আবারও তোমাদের সঙ্গে সামাজিক কাজে অংশ নিতে পারি।’
উল্লেখ্য, ৮০ বছর বয়সী সদা হাস্যোজ্জ্বল জাতির এই সূর্যসন্তান লালমনিরহাট বন্ধুসভার একজন উপদেষ্টা হিসেবে বন্ধুসভার সদস্যদের দিকনির্দেশনা দিয়ে আসছেন। বীর প্রতীকের শারীরিক অবস্থা এবং হাসপাতালের অন্য রোগীদের কথা চিন্তা করে লালমনিরহাট বন্ধুসভার অল্পসংখ্যক বন্ধু তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। অন্যরা হাসপাতালের বাইরে অবস্থান করছিলেন। বীর প্রতীকের সহধর্মিণী সবার কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
সভাপতি, লালমনিরহাট বন্ধুসভা