চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠের আসর

চবি বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জাদুঘর প্রাঙ্গণে পাঠচক্র করেছে চবি বন্ধুসভা। এবারের পাঠের আসরে বই ছিল আবদুল্লাহ আবু সায়ীদের ‘সংগঠন ও বাঙালি’।

বইটি নিয়ে আলোচনা করেন কার্যকরী সদস্য রিপন চন্দ্র, আমিন উদ্দিন ও বন্ধু আয়ুবুর রহমান। আলোচনায় উঠে আসে বাঙালির সাংগঠনিক দুর্বলতা ও ব্যর্থতার নানা কারণ ও প্রেক্ষাপট এবং সমস্যা থেকে উত্তরণের উপায়।

এ ছাড়া বইটি পাঠের গুরুত্ব, লেখক ও বিশ্বসাহিত্য কেন্দ্রকে নিয়ে স্মৃতিচারণামূলক আলোচনা করেন সাধারণ সম্পাদক সাঈদ তানভীর, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তন্ময় দত্ত, কার্যকরী সদস্য ইব্রাহিম আলী, কার্যকরী সদস্য তানজিফা আক্তার এবং বন্ধু খাদিজা মাহবুবা।

উপসাংগঠনিক সম্পাদক, চবি বন্ধুসভা