গাছ বড় হয়ে আমাদের ফল দেবে, ছায়া দেবে

চারা রোপণের পূর্বে স্কুলের শিক্ষকদের সঙ্গে বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি করেছে বাগেরহাট বন্ধুসভা। ৪ সেপ্টেম্বর সকালে জেলা শহরের সরুই এস এস জোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ এবং শতাধিক শিক্ষার্থীর মধ্যে ফলদ, ঔষধি ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া গাছের প্রয়োজনীয়তা, পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন বন্ধুরা।

বৃক্ষ নিয়ে শিশুশিক্ষার্থীদের আগ্রহ ছিল অনেক
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর এমরান হোসেন, প্রথম আলোর প্রতিনিধি ইনজামামুল হক, বাগেরহাট বন্ধুসভার সহসভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক দোলন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তৈফিক হারুন, মাহামুদ সাকিব, সাংগঠনিক সম্পাদক ইমরান শিকদার, অর্থ সম্পাদক তয়ন সাহা, বন্ধু মাহামুদ হোসেন, সাদিয়া আফরিন, আশা আক্তারসহ অন্য বন্ধুরা।

গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তামান্না আক্তার বলে, ‘গাছ পেয়ে অনেক ভালো লাগছে। আমি এই গাছের যত্ন নেব। গাছ বড় হয়ে আমাদের ফল দেবে, ছায়া দেবে।’

সাংগঠনিক সম্পাদক, বাগেরহাট বন্ধুসভা