‘বাংলা ভাষার সঠিক ব্যবহার হোক আগামীর প্রত্যয়’ স্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালন করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বন্ধুসভা। দিনটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে বন্ধুরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। বক্তারা বলেন, ‘আজ রক্তিম ২১! অসংখ্য ত্যাগের বিনিময়ে প্রাপ্ত মায়ের ভাষাতে মন খুলে কথা বলার অধিকার আদায়ের দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলা মায়ের দামাল ছেলেরা বাংলা ভাষা তথা বাংলা মাকে পরাধীনতার হাত থেকে মুক্ত করে নিজেদের ভাষাকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার জন্য অকাতরে বিলিয়ে দেন নিজেদের প্রাণ। শহীদ হয় রফিক, শফিক, বরকত, জব্বার, শফিউরসহ নাম অজানা অনেকেই।’
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্বাস হোসাইন, সভাপতি এম. মোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা, সহসাংগঠনিক সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াস, বন্ধু জাহেদ হোসেন, সুমঙ্গল তালুকদার ও জানে আলমসহ অন্য বন্ধুরা।
সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা