আবদুল্লাহ আবু সায়ীদের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘ওড়াউড়ির দিন’ বই নিয়ে পাঠচক্র করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৩ মার্চ রাত ৯টা ৪৫মিনিটে অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে আলোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান। তিনি বলেন, ‘ওড়াউড়ির দিন’ বইটি পাঠকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে বইটির ‘কাউবয়দের দেশে’ অধ্যায় পাঠকদের শৈশবের কল্পনার জগতে ফিরিয়ে নিয়ে যায়। এই অধ্যায়ে লেখক বর্ণনা করেছেন কীভাবে শৈশবে ওয়েস্টার্ন সিনেমা, বই ও গল্পের প্রভাব তাঁর মনে গভীর দাগ কেটেছিল। তিনি ও তাঁর বন্ধুরা নিজেদের কাউবয় চরিত্র কল্পনা করে নানা রকম খেলা খেলতেন, বন্দুকযুদ্ধের নাটক করতেন, এমনকি কাঠের ঘোড়া বানিয়ে অভিযানে যাওয়ার স্বপ্ন দেখতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই কল্পনার জগৎ ফিকে হয়ে যেতে থাকে। কৈশোর পেরিয়ে বাস্তব জীবনের কঠোর সত্যের মুখোমুখি হওয়ার পর লেখক উপলব্ধি করেন যে কাউবয় সংস্কৃতি শুধু বিনোদনের অংশ ছিল না, বরং স্বাধীনতা, সাহসিকতা ও ন্যায়বিচারের প্রতীক ছিল।
সৈয়দ নাফিউল হাসান বলেন, ‘“ওড়াউড়ির দিন” বইটির “কাউবয়দের দেশে” অধ্যায় শুধু একটি গল্প নয়, বরং এটি শৈশবের রঙিন কল্পনার এক অসাধারণ দলিল। এটি আমাদের জীবনের পরিবর্তন এবং সময়ের সঙ্গে কল্পনার জগৎ কীভাবে বদলে যায়, তারই প্রতিচিত্র।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান, মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সোনিয়া খাতুন, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, বন্ধু রামিজ আহমেদ, মুশফিক মাহাদি, আসেফ উৎসসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা