বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রথম আলো শুরু থেকেই পথ দেখিয়েছে

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠের শহীদ মিনারে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনছবি: বন্ধুসভা

প্রথম আলো শুধু একটি পত্রিকার নাম নয়, এখন এটি একটি আন্দোলনের নাম। সমাজে ভালো কিছু সৃষ্টির জন্য পত্রিকাটি সব সময় অন্যদের তুলনায় এগিয়ে থাকে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি, সৃজনশীল ভাবনা আর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে প্রথম আলো দেশসেরা পত্রিকা। সমালোচকেরা দিন শেষে আস্থার জায়গা হিসেবে বেছে নেয় প্রথম আলোকে।

ঠাকুরগাঁওয়ে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে এ কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. আখতারুজ্জামান। ৬ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠের শহীদ মিনারে ‘জেগেছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে ঠাকুরগাঁও বন্ধুসভা।

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ঠাকুরগাঁও বন্ধুসভার উদ্যোগে নির্মিত ‘চেতনায় ২৪’ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়
ছবি: বন্ধুসভা

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ ‘চেতনায় ২৪’ নির্মাণ করেছে ঠাকুরগাঁও বন্ধুসভা। সেটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। পরে বন্ধুসভার বন্ধুরা জাতীয় সংগীত পরিবেশন করেন। শুরুতেই ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বন্ধুসভার সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো প্রতিনিধি মজিবর রহমান খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উদীচী ঠাকুরগাঁও সংসদের সভাপতি সেতেরা বেগম, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক শিক্ষক নাসরিন জাহান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঠাকুরগাঁওয়ের সমন্বয়ক হাবিবুল্লাহ সোহান। আলোচনার ফাঁকে ফাঁকে চলে বন্ধুসভার বন্ধু ও আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের নাচ ও গান পরিবেশনা।

মো. আখতারুজ্জামান বলেন, ‘গত সরকারের প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন, প্রথম আলো কোনো পত্রিকাই নয়, এটা আমি পড়ি না। সেই সরকারের অনিয়ম–দুর্নীতি তুলে ধরেছিল বলেই প্রথম আলো তাদের কাছে চক্ষুশূলে পরিণত হয়েছিল। দুর্নীতিবাজেরা প্রথম আলোকে দূরে সরিয়ে রাখলেও দেশের মানুষ কিন্তু সব সময় পত্রিকাটির ওপর আস্থা রেখেছে।’

সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

নাসরিন জাহান বলেন, ‘আমি অবসর জীবন যাপন করছি। হাতে অঢেল সময়। গতানুগতিক জীবনযাপনে মাঝেমধ্যে একঘেয়ামি চলে আসে। একঘেয়ামি কাটাতে সব সময় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে চলে আসি। এখানে এসে সতেজ হই। বন্ধুসভার কাজগুলো আমাকে মুগ্ধ করে। বন্যার্তদের পাশে দাঁড়ানো, গাছ লাগানো, মাদকবিরোধী কর্মকাণ্ড, অ্যাসিড–সন্ত্রাস রোধে পদক্ষেপসহ নানা সামাজিক আন্দোলন পরিচালিত হচ্ছে বন্ধুসভার মাধ্যমে। বন্ধুসভার এসব সৃজনশীল কাজগুলোতে তরুণেরা সম্পৃক্ত হয়ে নিজেকে সৃজনশীল করে তুলছে।’

সমন্বয়ক হাবিবুল্লাহ সোহান বলেন, ‘আমি নিয়মিত প্রথম আলোর পাঠক। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রথম আলো শুরু থেকেই পথ দেখিয়েছে। একটি স্বপ্ন নিয়ে আন্দোলনে নেমেছিলাম। সে আন্দোলনে আমাদের একত্রিত রাখতে প্রথম আলো পাশে ছিল। বিশ্বাস করি, সামনের দিনগুলোতেও ঠিক আগের মতো দেশের মানুষের পক্ষেই কথা বলবে প্রথম আলো।’

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা