ঝালকাঠি বন্ধুসভার নৌভ্রমণ ও ফল উৎসব

সুগন্ধা নদীতে ঝালকাঠি বন্ধুসভার নৌভ্রমণ ও ফল উৎসবছবি: বন্ধুসভা

নৌভ্রমণ ও ফল উৎসব করেছে ঝালকাঠি বন্ধুসভা। গত ২৭ জুন বিকেলে সুগন্ধা নদীতে ভিন্নধর্মী এ আয়োজন হয়। বন্ধুরা একটি ট্রলার ভাড়া করেন। সেটিতে চড়ে সুগন্ধা নদীর সৌন্দর্য উপভোগ করেন।

সভাপতি মুহিত খান বলেন, ‘আজ একটু ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছি। সুগন্ধা নদীর সঙ্গে আমাদের আত্মিক এক টান রয়েছে। এই নদীর সঙ্গে জড়িয়ে আছে শৈশবের অনেক স্মৃতি।’

কার্যনির্বাহী সদস্য শাকিল হাওলাদার বলেন, ‘এক সোনালি বিকেলের সাক্ষী হলাম। মন চাইছে, শৈশবের সেই দিনগুলোর মতো সুগন্ধায় ঝাঁপিয়ে সাঁতার কাটি।’

নৌভ্রমণ নতুন মাত্রা পায় ফল উৎসবের কারণে। ফলের মধ্যে ছিল ভীমরুলির পেয়ারা, দেশি কলা, মুড়ি, আম, কাঁঠাল, জামরুল, লটকন ইত্যাদি।

সাধারণ সম্পাদক সাহারিয়া পাপন বলেন, প্রকৃতির সান্নিধ্যে এসে দেশি ফল খাওয়ার অনুভূতি সত্যিই অনন্য।

সুগন্ধা নদীতে ঝালকাঠি বন্ধুসভার নৌভ্রমণ ও ফল উৎসব।

বন্ধু উজ্জ্বল রহমান বলেন, ‘শেষ কবে এমন বিকেল উপভোগ করেছি, মনে পড়ে না। সত্যিই অসাধারণ মুহূর্ত—এ অনুভূতি শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়।’

আয়োজনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাঝি ও দোলন আক্তার, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, সহসাংগঠনিক সম্পাদক তাহমিন আইরীন, দপ্তর সম্পাদক সীমান্ত হিয়া, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক সিয়াম খান, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল রহমান, বন্ধু সুবর্ণা, ফারজানা আক্তার, ইসরাত জাহান, শাহীন আলম, চাঁদনী আক্তার, সুমন চন্দ, রাকিব হোসেনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা