ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার অঙ্গীকার

সভা শেষে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

পারস্পরিক ভালোবাসা সৃষ্টির মাধ্যমে বন্ধুসভাকে এগিয়ে নিতে হবে। নতুন নতুন সৃজনশীল কাজে অংশগ্রহণ করে ময়মনসিংহ বন্ধুসভাকে আবারও সবার সামনে পরিচয় করিয়ে দিতে হবে। বন্ধুদের উদ্দেশে এ কথা বলেন কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন।

১৯ জানুয়ারি বিকেলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে ময়মনসিংহ বন্ধুসভার নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আলী ইউসুফ, সুব্রত কুমার সিংহ, ছৈয়দ রায়হান উদ্দিন, তাপস মজুমদার, আবুল বাশার, তাহমিনা শেখ প্রমুখ।

ময়মনসিংহ বন্ধুসভার নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা
ছবি: বন্ধুসভা

শুরুতেই উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা এবং সভাপতি নাহিদ মণ্ডল, সাধারণ সম্পাদক হামিদুল হক ও রাবিয়াতুল বুশরাকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের কমিটির বন্ধুদের শপথ পাঠ করান সাবেক সভাপতি সুব্রত কুমার সিংহ। এ সময় সুব্রত কুমার সিংহ বলেন, ‘আজকাল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে ভালো কাজে অংশগ্রহণের প্রবণতা খুবই কম। সবাই যদি একসঙ্গে ভালো কাজে অংশগ্রহণ করত, তাহলে সমাজের অবস্থা পরিবর্তন হয়ে যেত। আশা করি, নতুন যাঁরা দায়িত্বে এসেছেন, সবাই ভালো কাজে অংশগ্রহণ করে বন্ধুসভাকে এগিয়ে নেবেন।’

সভাপতি নাহিদ মণ্ডল বলেন, ‘ময়মনসিংহ বন্ধুসভার একটি ঐতিহ্য রয়েছে। বিভিন্ন সময়ে আমরা দেশসেরা হয়েছি। আমি এই বন্ধুসভার সঙ্গে দীর্ঘ ১৮ বছর ধরে যুক্ত। ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিন বছর বন্ধু হিসেবে কাজ করেছি। তখন এত পরিমাণ মানুষের আগ্রহ ছিল যে আমরা বন্ধুসভার প্রতিটি আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। আশা করি, বর্তমান কমিটি সেই পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবে।’

সাধারণ সম্পাদক হামিদুল হকের সঞ্চালনায় শেষ দিকে গান পরিবেশন করেন বন্ধু মাইশা সামিহা।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা