‘এই ঈদে ওরা ভালো জামা পরতে পারবে’

ঝালকাঠি বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে ঝালকাঠি বন্ধুসভা। এ উপলক্ষে ৬ এপ্রিল বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ২০ শিশুকে রঙিন জামা এবং তাদের অভিভাবকদের শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হয়।

১০ বছর বয়সী কিশোর রাহাত। রঙিন জামা পেয়ে খুশি হয়ে সে বলে, ‘এবার ঈদে নতুন জামাটা পরব। জামাটা অনেক পছন্দ হয়েছে।’

সন্তানদের জন্য পোশাক নিতে আসেন অভিভাবক নারগিস আক্তার। তিনি বলেন, ‘আমার তিন মাইয়া। একটা নাইনে পড়ে, আর দুইটা ছোড। ওদের বাবা এক্সিডেন্টের পর আর কাজ করতে পারে না। একলা আমি কোনোমতে সংসার চালাই। মাইয়াগো তেমন ভালো একটা জামা দিতে পারি না। এই ঈদে ওরা ভালো জামা পরতে পারবে। ওগো আনন্দ লাগবে। আমরাও নতুন পোশাক পরতে পারমু।’

হাফেজদের পবিত্র কোরআন উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

নতুন রঙিন পোশাক উপহার দেওয়ার পাশাপাশি এবার ১০ জন হাফেজকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়েছে।

সহমর্মিতার ঈদ আয়োজনে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, প্রথম আলো প্রতিনিধি মাহমুদুর রহমান, ব্যবসায়ী তাওহীদ মান্নান, ঝালকাঠি বন্ধুসভার বন্ধু শাকিল হাওলাদার, মশিউর রহমান, উজ্জ্বল রহমান, আজিজুল হক, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাহরিয়া পাপান, সহসাংগঠনিক সম্পাদক তাসিন আহমেদ, প্রচার সম্পাদক মো. রাফি, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক স্বর্ণা দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক চাঁদনী আক্তার, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুনিয়া আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সিয়াম খান, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ইসলাম, আজিজুল হক, বন্ধু আশিক রহমান, মুহিদুল ইসলাম, শাহাবুদ্দিন শিহাব, হীরা আক্তার, তন্নি আক্তারসহ অন্যরা।

সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা