‘পদ্মানদীর মাঝি’ নিয়ে পাঠচক্র ও কুইজ

বই পাঠ করছেন সাতক্ষীরা বন্ধুসভার এক বন্ধু
ছবি: বন্ধুসভা

মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর ও কুইজ করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ২৭ নভেম্বর প্রথম আলোর সাতক্ষীরা অফিসে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক ইমরুল হাসানের সঞ্চালনায় বইটি পড়ে শোনান বন্ধু ইভা মনি। ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে জেলেদের জীবনের দুঃখ–দুর্দশা ফুটিয়ে তুলেছেন লেখক। পাশাপাশি মানুষের আদিম প্রবৃত্তিও সমান্তরালভাবে ফুটে উঠেছে।

সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

উপন্যাসের চরিত্র ও পটভূমি সম্পর্কে আলোচনা করেন সভাপতি কর্ণ বিশ্বাস। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কুবের, কপিলা, হোসেন মিয়া, রাসু, ধনঞ্জয়, পীতম মাঝি, মালা, গণেশ, আমিনুদ্দি, রসুল, ফাতেমা প্রমুখ। পটভূমি বাংলাদেশের বিক্রমপুর-ফরিদপুর অঞ্চল। উপন্যাসের দেবীগঞ্জ ও আমিনবাড়ি পদ্মার তীরবর্তী গ্রাম। পদ্মার তীরসংলগ্ন কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের মাঝি ও জেলেদের জীবনালেখ্য চিত্রিত হয়েছে উপন্যাসটিতে। পাঠচক্রের দ্বিতীয় অংশে পাঠচক্রসংক্রান্ত কুইজ অনুষ্ঠিত হয়।

পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ, প্রচার সম্পাদক তারিক ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোকারাম বিল্লাহ, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক মাসকুরা আক্তার, বন্ধু ইমতে জামিল, মৃত্যুঞ্জয় রায়, পারভেজ, ইফতে জামিল, জাহাঙ্গীর, তন্নী প্রমুখ।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা