বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে একদিন

শিশুদের সঙ্গে বশেমুরবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দিকে আরও ভালোভাবে নজর দেওয়া উচিত, এরা সমাজের অংশ। এদের যতটুকু সাহায্য–সহযোগিতার প্রয়োজন, তারা সেটা পায় না। সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন এই শিশুদের দিকে সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেয়—এভাবে সবার প্রতি আকুল আহ্বান জানান গোপালগঞ্জ শহরের ‘মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুল’–এর বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মোহাম্মদ রাইজুর বাবা।

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে ৩ নভেম্বর মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুলের শিশুদের সঙ্গে দিনব্যাপী আনন্দ আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। শিশুদেরকে শিক্ষা উপকরণ বিতরণ, একসঙ্গে খাওয়াদাওয়া ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড করেন বন্ধুরা। শিক্ষা উপকরণের মধ্যে ছিল পেনসিল, আর্ট পেপার ও রংপেনসিল।

মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক নুসরাত জাহান এমন আয়োজনে খুশি হয়ে বলেন, বন্ধুসভার এমন আয়োজনের প্রসারতা বাড়ুক। এই ধরনের মহৎ উদ্যোগের সঙ্গে এগিয়ে যাক প্রথম আলো। প্রথম আলো প্রতিনিধি নুতন শেখ বলেন, ‘আমরা এই শিশুদের সঙ্গে নিয়ে এগিয়ে যাব। আর প্রথম আলো সব সময় ওদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে।’ বশেমুরবিপ্রবি বন্ধুসভার সভাপতি সেলিম রেজা বলেন, ‘আমরা এই শিশুদের সঙ্গে নিয়ে আরও ভালো কাজের অংশীদার হতে চাই।’

সাধারণ সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা