জাককানইবি বন্ধুসভার উদ্যোগে গবেষণা কর্মশালা

কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছেন অধ্যাপক মাসুদুর রহমান
ছবি: বন্ধুসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ‘গবেষণা কর্মশালার’ আয়োজন করা হয়েছে। ৯ নভেম্বর, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুর রহমান। কর্মশালাটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এবং ফ্রি ছিল। এতে অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগের প্রায় ৬৫ শিক্ষার্থী।

কর্মশালায় অংশগ্রহণ করেন অসংখ্য শিক্ষার্থী
ছবি: বন্ধুসভা

গবেষণা কী, কেন, কীভাবে করা হয় এবং গবেষণার প্রয়োজনীয়তা, সুবিধা, ক্ষেত্র প্রভৃতি বিষয় তুলে ধরেন প্রশিক্ষক। পাশাপাশি শিক্ষাজীবন ও আত্মোন্নয়নে গবেষণার প্রয়োগের ব্যাপকতা নিয়েও আলোচনা করেন। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে তিনি বিভিন্ন ভিডিওগ্রাফি, তথ্যউপাত্ত তুলে ধরেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বিষয়গুলো ব্যাখ্যা করেন তিনি।

‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নেয় জাককানইবি বন্ধুসভা। সঞ্চালনা করেন বন্ধু জাফরিন হোসাইন।

সভাপতি, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা