শিক্ষার্থীদের পাশে চট্টগ্রাম বন্ধুসভা
দেশ সংস্কারের কাজে চট্টগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় চট্টগ্রাম বন্ধুসভা। পাশাপাশি তাঁদের মধ্যে ফলের জুস বিতরণ করা হয়।
৯ আগস্ট নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, জিইসি মোড়, ওয়াসা, প্রবর্তক মোড়, নিউ মার্কেট, টাইগারপাস, জামাল খান, চেরাগী পাহাড়, চকবাজার, কদমতলীসহ বিভিন্ন এলাকায় চলে এ কার্যক্রম। এসব এলাকায় কাজ করা প্রায় এক হাজার শিক্ষার্থীর হাতে জুস তুলে দেন বন্ধুরা।
চকবাজার মোড়ে ট্রাফিকের কাজে যুক্ত থাকা আবদুর রহমান বলেন, ‘আপনাদেরকে ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য।’
শহরের দেয়ালে চলছিল দলবেঁধে গ্রাফিতি আঁকার উৎসব। এতে অংশ নেওয়া মো. মুনতাসির বলেন, ‘রোদের তাপে গলা শুকিয়ে গেছে। মনে মনে ভাবছিলাম পানীয়জাতীয় কিছু খেতে পারলে ভালো হতো। এমন সময় আপনারা এটা হাতে দিলেন। ধন্যবাদ।’
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা শিহাব জিশান, জাকিয়া কবির, সভাপতি ইব্রাহিম তানভীর, সহসভাপতি শাওন রায়, রুমিলা বড়ুয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, বন্ধু এ আর আছাদ, সাঈদ আল সোহেল, ফয়সাল হাওলাদার, মাহির রেজওয়ান, মোহাম্মদ রাকিব, সাকিব জিশান, মো. ইকবাল, আবু হানিফসহ অন্যান্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা