‘নানা রঙের রবীন্দ্রনাথ’ শিরোনামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন

সাতক্ষীরায় রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপনছবি: বন্ধুসভা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্‌যাপন করেছে সাতক্ষীরা বন্ধুসভা। এ উপলক্ষে ৮ মে বিকেলে জেলা শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয় ‘নানা রঙের রবীন্দ্রনাথ’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সহ-আয়োজক হিসেবে ছিল ব্যাঘ্রতট।

সাতক্ষীরা বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক সবুজ তরফদারের কণ্ঠে রবীন্দ্রসংগীতের সুরে সুরে অনুষ্ঠানের সূচনা হয়। ভাষা গবেষক কাজী মোহাম্মদ ওলিউল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন কবি কিশোরী মোহন সরকার, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, ব্যাঘ্রতটের সমন্বয়ক সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, প্রাবন্ধিক কবির রায়হান, ইংরেজি সাহিত্যের অধ্যাপক ইদ্রিস আলী, শিক্ষক কবি গাজী মোমিন উদ্দিন, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, লেখক ও গবেষক অরবিন্দু মৃধা ও বন্ধুসভার দপ্তর সম্পাদক তারিক ইসলাম।

সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন রবীন্দ্র পরিষদের সভাপতি মন্ময় মনির, বর্ণ ও সংগীত পরিবেশন করেন আবদুল হামিদ মোল্যা ও বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য সীমা মণ্ডল। সঞ্চালনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি শুভ্র আহমেদ, গল্পকার বাবলু ভঞ্জ চৌধুরী, চিত্রশিল্পী সুরেশ পান্ডে, পবিত্র মোহন দাশ, কবি প্রাণকৃষ্ণ সরকার, কবি মনিরুজ্জামান, রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ, সাতক্ষীরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আবু তাহের, অর্থ সম্পাদক সাগরিকা আক্তার, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মো. পারভেজসহ অন্য বন্ধুরা।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা