‘তর্পণ বাহকেরা’ নাটক নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্র

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

ইস্কিলাস একজন প্রাচীন গ্রিক নাট্যকার। তিনি প্রাচীনতম তিনজন গ্রিক ট্র্যাজেডি রচয়িতাদের মধ্যে একজন। তাঁর রচিত ‘তর্পণ বাহকেরা’ নাটক নিয়ে পাঠচক্র করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২১ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের প্রমিত কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে আলোচনা করেন পাঠচক্র ও পাঠাগার সম্পাদক আনিফ রুবেদ। নাটকের মর্মকথা বর্ণনা করতে গিয়ে আনিফ রুবেদ বলেন, ‘বিশ্বের মর্মমূলে অশুভ জড়িয়ে আছে। মানুষকে জন্মসূত্রে পাপের বোঝা বইতে হয় এবং জীবনে চরম দুঃখ নেমে আসে। এ থেকে কোনোক্রমেই নিষ্কৃতি নেই। বিশ্বের মূলধারে আছে পাপ, জন্মসূত্রে মানুষ পাপের অংশীজন হয়। ফলে নিয়তি তার জীবনে ভয়াল হয়ে ওঠে এবং দেয় চরম শাস্তি। আবার মানুষ স্বীয় শক্তিবলে নিয়তিকে অতিক্রম করে যায়। তখন জীবন হয়ে ওঠে সুন্দর ও মহীয়ান।’

‘জীবনের এই উপলব্ধিকে রূপায়িত করতে লেখক গ্রিক পুরাণকে আশ্রয় করেছেন। অরেস্টিয়ার কাহিনি নাট্যকারের কল্পিত নয়, তা গ্রিক পুরাণ থেকে নেওয়া। ইস্কিলাস এই প্রচলিত কাহিনি অবলম্বন করেই জীবন সম্পর্কে তাঁর স্বকীয় দৃষ্টিভঙ্গি উন্মোচিত করেছেন। অরেস্টিয়ার মূল বিষয় বংশগত পাপের সমস্যা আর তা সুষ্ঠুভাবে রূপায়ণে জন্য ত্রয়ী নাটকের বিশাল পটভূমি তৈরি হয়েছে। ত্রয়ী সৃষ্টি হয়েছে “আগামেমনন”, “তর্পণ বাহকেরা” ও“দয়ালুরা”—এ তিনটি নাটক মিলে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলীউজ্জামান নূর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু মাসরুফা খাতুন, নাজিফা আনজুম, ফারজানা খাতুন, আল মাহমুদ, মঈন আলী, সাকিব হাসান, জোবায়ের আহমেদ, নাফিউল ইসলাম, মুশফিক মাহদি, সৈয়দ নুরুল আমিরুল মোমেনিনসহ অন্যরা।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা