অসচ্ছল পরিবারে ডিআইইউ বন্ধুসভার ঈদ উপহার

ঈদ উপহার পেয়ে শিশুরা যেমন উচ্ছ্বসিত, তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে বন্ধুরাও খুশিছবি: বন্ধুসভা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা প্রতিবছরের মতো এবারও ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে দরিদ্র ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা।

৩ এপ্রিল ২৫ জন সুবিধাবঞ্চিত শিশুকে রঙিন জামা ও ২০টি অসচ্ছল পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, চিনি, গুঁড়া দুধ, সেমাই, তেল, নুডলস, মসলা ইত্যাদি।

উপহার পেয়ে সবার চোখে-মুখে ছিল উচ্ছ্বাস। খাদ্যসামগ্রী নিতে আসা আসমা বেগম (৩৫) বলেন, ‘অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাগো পরিবারের দিন কাটে। কোনো কিছু শখ করে কিনে খাওয়ার মতো অবস্থা নেই। প্রতিবন্ধী ছেলেটার চিকিৎসার জন্য অনেক টাকাপয়সা খরচ করতে হয়। ঈদের বাজার-সদাই ও ছেলের নতুন জামা পেয়ে আমরা খুশি।’

বন্ধুদের ধন্যবাদ জানিয়ে অসচ্ছল নারী আমেনা বেগম (৪৪) বলেন, ‘মামা, আমি টাইলসের কাজ করি। অনেক মানবেতর জীবন যাপন করতে হয়। ঈদে এই উপহার পেয়ে অনেক খুশি।’

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

নতুন জামা উপহার পাওয়া শিশু জান্নাতির অনুভূতি জানতে চাইলে সে বলে, ‘জামাটা খুব পছন্দ হইছে। এবার ঈদে নতুন জামা পরতে পারব।’ শিশু ইব্রাহিম বলে, ‘আমরা সবাই নতুন জামা পেয়েছি। অনেক খুশি।’

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক খালিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক ইমাম মেহেদী। বিতরণ অনুষ্ঠানে সভাপতি আবদুল মুনয়িম সরকার বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” কার্যক্রমটি খুবই ভালো এবং যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে অনেক দুস্থ ও অসহায় মানুষ তাঁদের ঈদ আরেকটু ভালোভাবে উদ্‌যাপন করতে পারেন।’

বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন এ টি এম মাহবুবুর রহমান, ডিআইইউ বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক আবদুল বাসেত, উপদেষ্টা তাহজীব উল ইসলাম, উপদেষ্টা জাহিদুল ইসলাম প্রমুখ।

ম্যাগাজিন সম্পাদক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা