মোমবাতি জ্বালিয়ে ভাষাশহীদদের স্মরণ

ফরিদপুরে শত শত মোমবাতি প্রজ্বালন করে ভাষাশহীদদের স্মরণ করেছে ফরিদপুর বন্ধুসভাছবি: বন্ধুসভা

ফরিদপুরে শত শত মোমবাতি প্রজ্বালন করে ভাষাশহীদদের স্মরণ করেছে ফরিদপুর বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অমর একুশে চত্বরের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করেন বন্ধুরা।

মোমবাতি দিয়ে ২১, ৮, ৯ এবং বাংলা ভাষার ক, অ–সহ বিভিন্ন বর্ণমালা মূর্ত করে তোলা হয়। প্রজ্বালনের পর রাজেন্দ্র কলেজ চত্বরে উপস্থিত তরুণ-তরুণী, শিশুরা তাদের মা–বাবার সঙ্গে শহীদ মিনার পাদদেশে সমবেত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা, বন্ধুসভার বন্ধু মানিক কুণ্ডু, জহির হোসেন, লক্ষ্মণ চন্দ্র মণ্ডল, শম্পা কোমল, বাঁধন পাল, সুব্রত পাল, শুভ বিশ্বাস, সজীব দত্ত, তৃষা দাস, জাকির হোসেন প্রমুখ।

সভাপতি মানিক কুণ্ডু বলেন, ‘তিন বছর ধরে বন্ধুসভার বন্ধুরা ভাষা আন্দোলনে জীবনদানকারী ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজের শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বালন করে আসছে। এর মাধ্যমে আগামী প্রজন্মের কাছে আমরা ভাষাশহীদদের আলোকিত জীবনদানের কথা স্মরণ করিয়ে দিতে চাই।’

সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা