পটিয়া বন্ধুসভার ঈদ আনন্দ আড্ডা ও চড়ুইভাতি
ঈদ মানে পরিবার-পরিজন নিয়ে আনন্দমুখর কয়েকটি দিন একসঙ্গে উপভোগ করা। সেই আনন্দ আরও বেড়ে যায়, যখন বন্ধুরাও এতে শামিল হন, একে অপরের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন। এমনই আনন্দমুখর একটি দিন উপভোগ করেছেন চট্টগ্রামের পটিয়া বন্ধুসভার বন্ধুরা।
২১ জুন উপজেলার বিটা সংস্কৃতি ও উন্নয়ন কেন্দ্রে ঈদ আনন্দ আড্ডা ও চড়ুইভাতি করে পটিয়া বন্ধুসভা। দিনব্যাপী এ আয়োজনে ছিল গান, নাচ, কৌতুক ও নাটিকা পরিবেশনা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, অনুভূতি জানানো, পিলো পাস খেলাসহ বিভিন্ন ধরনের মজাদার ইভেন্ট।
সকাল ১০টায় বিটা সংস্কৃতি ও উন্নয়ন কেন্দ্রের হলরুমে প্রথমে একে অপরের সঙ্গে পরিচিত হন বন্ধুরা। এরপর সহসভাপতি ফারুক আহমেদের সঞ্চালনায় সবাই ‘ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ গানে কণ্ঠ মেলান। কুইজ প্রতিযোগিতায় মোট ৩০টি প্রশ্ন করা হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা করেন অতিথিরা। প্রথম স্থান অধিকার করেন অর্থ সম্পাদক রবিউল ইসলাম।
দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে আবারও শুরু হয় অনুষ্ঠান। এই পর্বে যোগ দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। ওনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। তিনি পটিয়া বন্ধুসভার বন্ধুদের স্বাগত জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, লেখক ও ক্রীড়া ধারাভাষ্যকার অধ্যাপক ভগিরত দাশ, বিটা সংস্কৃতি ও উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি শিশির দত্ত, ব্যাংকার কাজী সোহেল, পটিয়া বন্ধুসভার উপদেষ্টা হারুনুর রশিদ, আইনজীবী মহিউদ্দিন মুহিন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম, শিক্ষক দিলশাদ ইসমত, বিটার ব্যবস্থাপনা পরিচালক সুমন সেনসহ আরও অনেকে।
দ্বিতীয় পর্বে বন্ধুসভার কার্যক্রম নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক আইরিন সুলতানা। এরপরই শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধুরা গান, নাচ, কৌতুক ও নাটিকা পরিবেশনা ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন।
সব শেষে ছিল পিলো পাস বা বালিশ খেলা। এই খেলায় বিজয়ী হয়েছেন আইরিন সুলতানা।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন পটিয়া বন্ধুসভার উপদেষ্টা প্রান্ত বড়ুয়া, সাজু বড়ুয়া, সাজেদা আফরিন, সভাপতি মানবেন্দ্র ভট্টাচার্য্য, সহসভাপতি ফারুক আহমেদ, রানা হামিদ, সাংগঠনিক সম্পাদক শচীন দে, সহসাংগঠনিক সম্পাদক মোকাররম আলী, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক সূফি মোহাম্মদ, প্রচার সম্পাদক জয় দে, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, অর্থ সম্পাদক রবিউল ইসলাম, বইমেলা সম্পাদক নাসরিন আকতার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সাইফুদ্দিন রাকিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাশেদুল্লাহ আলমদার, সাংস্কৃতিক সম্পাদক সুপ্রিয়া দাশ, কার্যকরী সদস্য তানাস চৌধুরী, মো. সোলায়মান, তানিয়া আকতার, নাসরিন আহমেদ, আফরিন তাবাসসুমসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, পটিয়া বন্ধুসভা