প্রতিদিন কত মানুষই ক্ষুধার দায়ে, এক বেলা খাবারের আশায় অন্যের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ক্ষুধার অনলে পোড়া মানুষগুলো একমুঠো খাবারের জন্য কীভাবে সংগ্রাম করে, তা আমরা কল্পনাও করতে পারি না। ক্ষুধার্ত মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেওয়ার মতো আনন্দের আর কিছুই নেই।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এক বেলা খাবার বিতরণ কার্যক্রম করেছে বাকৃবি বন্ধুসভা। ২২ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের এলাকায় ঘুরে ঘুরে এ কর্মসূচি বাস্তবায়ন করেন বন্ধুরা।
তবে আয়োজন ছিল কিছুটা ব্যতিক্রমী। উদ্দেশ্য ছিল, বন্ধুরা এদিন দুপুরে যা খাবে, ঠিক একই ধরনের খাবার তুলে দেবে অন্যদের হাতেও। তাই তো কোনো বন্ধু নিয়ে আসেন নিজের হাতের রান্না, আবার কোনো বন্ধু হোটেলে গিয়ে নিজের খাবার কিনতে গিয়ে নিয়ে এসেছেন আরেকজনের জন্যও। এদিন ১৬ জন ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় দুপুরের খাবার।
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, বাকৃবি বন্ধুসভা