বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’ নিয়ে পাঠচক্র

পাঠচক্র শেষে শাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটি মূলত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। উপন্যাসটি ৪টি খণ্ড ও ৩১ পরিচ্ছেদে বিভক্ত। খণ্ডগুলো হলো ‘সাগরসঙ্গমে’, ‘রাজপথে’, ‘ভূতপূর্বে’, ‘শয়নাগারে’।

বইটি নিয়ে পাঠচক্র করেছে শাবিপ্রবি বন্ধুসভা। গত ৩০ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইয়ারমিন আকতার।

পাঠচক্রে বন্ধুরা পর্যায়ক্রমে বইটির আদ্যোপান্ত নিয়ে আলোচনা করেন। বইটির চরিত্র বিশ্লেষণ, ঐতিহাসিক পটভূমি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়।

সভাপতি, শাবিপ্রবি বন্ধুসভা