‘আমার মাটি, আমার দায়, গাছ রোপণে, বাঁচা যায়’ প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ১ জুলাই দিনব্যাপী উপজেলার বিআইজেড বালিকা উচ্চবিদ্যালয় ও পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বিআইজেড উচ্চবিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি শীল। দুপুরে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ে চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করেন বিদ্যালয়ের দাতা সদস্য জাহেদুল আলম চৌধুরী আইয়ুব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার।
রোপণ ও বিতরণ করা বৃক্ষের মধ্যে ছিল পেয়ারা, মেহগনি, নিম, গামারি, কড়ইসহ বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের ৩০০ চারা। এ ছাড়া আরও ১০০ চারা রাস্তার পাশে রোপণ ও তাৎক্ষণিক উপস্থিত লোকজনের মধ্যে বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি ও রাঙ্গুনিয়া বন্ধুসভার উপদেষ্টা আব্বাস হোসাইন, রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম, অর্থ সম্পাদক রবিউল মোস্তফা, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক রবিউল হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক তানভীর হোসেন, বন্ধু আবদুর রহিম, মো. মুবিন, মোরশেদুর রহমান, মো. লিয়াকত, মো. আশরাফুল ও মো. ফরহাদ।