রাজবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার রজতজয়ন্তী উদযাপন

রাজবাড়ী বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

রাজবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার রজতজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৩ নভেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সিদ্দিকুর রহমান, চিত্রশিল্পী গোলাম আলী, রাজবাড়ী বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ ইকবাল হোসেন, সভাপতি সহকারী অধ্যাপক আরিফুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার, বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নমিতা দাস, মুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক মহসিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক কার্ত্তিক দাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন প্রথম আলো প্রতিনিধি এজাজ আহম্মেদ।

সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

বক্তারা বলেন, প্রথম আলো দেশের সেরা পত্রিকা। প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা। বন্ধুসভায় সারা দেশে জড়িত রয়েছে বিভিন্ন শ্রেণি–পেশার অসংখ্য মানুষ। বন্ধুসভা সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও করে। শীতার্তদের শীতবস্ত্র, প্রাকৃতিক দুর্যোগে মানুষের সহায়তা, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃষি উপকরণ বিতরণ, পাঠচক্র পরিচালনা, বৃক্ষরোপণ, বিভিন্ন দিবস উদ্‌যাপনসহ নানা কর্মসূচি পালন করা হয়। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বিতর্ক উৎসব, গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াডসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করা হয় বন্ধুদের মাধ্যমে। মানবিক কাজে অংশগ্রহণ করে দেশগড়ার কাজে অংশ নেয় হাজারো তরুণ। এতে তরুণদের মধ্যে নেতৃত্ব প্রদানের প্রতিভা বিকশিত হয়। নিজেকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।

আলোচনার ফাঁকে ফাঁকে বন্ধুরা গান পরিবেশন করেন। গান পরিবেশনে অংশ নেন বন্ধু আবদুল জব্বার, পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক অপর্ণা রায়, সাবেক নারীবিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা, সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম।