চীনে বাংলা নববর্ষ উদ্‌যাপন করলেন বন্ধুরা

চীনের নানজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদ্‌যাপনছবি: সংগৃহীত

চীনের জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং শহরের নানজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদ্‌যাপন করা হয়েছে। অর্ধদিনব্যাপী বর্ণিল এই আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বন্ধুসভার বন্ধুরা।

সকাল থেকে নানা উৎসবমুখর কর্মকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয় দিনটি। এর মধ্যে অন্যতম ছিল বাংলা নববর্ষের ঐতিহ্য পান্তা-ইলিশ আয়োজন। বাংলাদেশিদের সঙ্গে বাংলার এই ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি শিক্ষার্থীরাও।

বিশেষ আকর্ষণ ছিল বিদেশি বন্ধুদের বাংলা গান এবং নৃত্যে অংশগ্রহণ
ছবি: সংগৃহীত

অর্ধবেলার আয়োজন শেষ হলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। পিএইচডি শিক্ষার্থী নাঈম মণ্ডলের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। বছরের নতুন দিনে বাংলা গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে যেন এক টুকরো বাংলাদেশের চিত্র। বিশেষ আকর্ষণ ছিল বিদেশি বন্ধুদের বাংলা গান এবং নৃত্যে অংশগ্রহণ।

শিক্ষার্থী, নানজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস