খুলনায় বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
‘বর্তমান প্রজন্ম ও পূর্বের প্রজন্মের ভেতর একটি বিস্তর পার্থক্য বিদ্যমান। তার কারণ হলো তথ্যপ্রযুক্তির আবির্ভাব। বন্ধুসভার বন্ধুরা তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার করতে জানে। তাই বন্ধুদের ভেতরে এই বিস্তর পার্থক্যের ব্যবধান নেই বললেই চলে।’
খুলনায় প্রথম আলো বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন আয়োজনে এ কথা বলেন সরকারি ব্রজলাল কলেজের সহকারী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা এম এম ইসমাইল হোসেন। ১৫ নভেম্বর বিকেলে প্রথম আলোর খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা অমিত সর্দার বলেন, বন্ধুসভায় সব বয়স, শ্রেণি ও পেশার বন্ধুরা যুক্ত থাকেন। বাংলাদেশকে সমৃদ্ধিশালী করে তুলতে সব বয়স ও পেশার মানুষের প্রয়োজন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা তাকদীরুল গনি, খুলনা বন্ধুসভার সভাপতি প্রফেসর তুহিন রায় ও সহসভাপতি শেখ হাফিজুর রহমান।
ফাঁকে ফাঁকে চলতে থাকে বন্ধুদের কবিতা আবৃত্তি ও গান পরিবেশনা। আবৃত্তি করেন বন্ধু জুঁই আক্তার, ফাহাদ আল শান্ত, শেখ সালমান আহমেদ, সাম্মি আক্তার, উপদেষ্টা এম এম ইসমাইল হোসেন ও সুদীপ কুমার কুন্ডু। গান গেয়ে শোনান উপদেষ্টা সুদীপ কুমার কুন্ডু ও এম এম ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতায় বিজয়ী হন অর্থ সম্পাদক বনানী আফরোজা, উপদেষ্টা সুদীপ কুমার কুন্ডু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলফি শাহরিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, কার্যনির্বাহী সদস্য এম এম মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক ফারজানা যুথি, প্রচার সম্পাদক ইমন মিয়া, প্রশিক্ষণ সম্পাদক মিতা মাহমুদ, বন্ধু উত্তম কুমার, মাহাদি ইসলাম, প্রিয়ন্তী ঘোষ, তাসনিম নাহার, সুমা আক্তার, অভি, জয়ন্ত গাইন, ফারহান বাইজিদ, শ্রেয়ান, সাগ্নিক, আইয়ানসহ অন্য বন্ধুরা।
যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা