ঘড়িতে তখন বেলা ১১টা। দিনাজপুরের কর্ণাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চাপা উত্তেজনা। তাদের স্কুল প্রাঙ্গণে সারি সারি আম আর কাঁঠালের চারা সাজিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের সব প্রশ্নের উত্তর মিলে গেল। তাদের জন্য এসব চারা নিয়ে আসেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে হাবিপ্রবি বন্ধুসভা গত ২২ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন কর্ণাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আম ও কাঁঠালের চারা বিতরণ করেন। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।
এবারের বৃক্ষরোপণকে বন্ধুরা কয়েকটি পর্বে সাজিয়েছেন। ২২ আগস্ট ছিল প্রথম পর্ব। এদিন বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। বাকিদের পরবর্তী পর্বে ক্রমান্বয়ে গাছের চারা তুলে দেওয়া হবে। শিক্ষার্থী মায়ামিন গাছ হাতে পেয়ে বলে, ‘এই গাছ আমি আমাদের উঠানে লাগাব। গাছ থেকে ফল হলে বন্ধুসভার ভাইয়া–আপুদের নিয়ে খাব।’
কর্ণাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বৃক্ষরোপণ কর্মসূচির জন্য বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। বন্ধুসভার বন্ধুদের কাছ থেকে গাছ উপহার পেয়ে খুবই ভালো লাগছে। এ ধরনের ভালো ভালো কাজ আরও বেশি হোক।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, নাহিদুল ইসলামসহ বর্তমান কমিটির অন্য বন্ধুরা।
সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা