নারায়ণগঞ্জের ৮টি স্কুলের প্রায় ২৫০ শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ

নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুলের শিশুশিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ
ছবি: বন্ধুসভা

শিক্ষার আলোয় আলোকিত হবে প্রতিটি শিশু। সেই আলো পৌঁছে দিতে নারায়ণগঞ্জ জেলার প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থীদের মধ্যে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরা বই বিতরণ করেছেন।

১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে গত ২৬ আগস্ট তল্লা ছোট মসজিদ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।

৮টি স্কুলের প্রায় ২৫০ শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়
ছবি: বন্ধুসভা

এদিন বক্তাবলি ইউনিয়নের গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী, উত্তর গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী, প্রসন্ননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থী, মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী ও ছোট মধ্যনগরের ১০ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন বন্ধুসভার বন্ধুরা।

বিতরণ করা বইয়ের মধ্যে পাঠ্যবইয়ের পাশাপাশি ছিল ছড়া ও গল্পের বই। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
বই বিতরণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেল, কোষাধ্যক্ষ গাফফার লিটন, কার্যকরী সদস্য রফিকুল্লাহ রিপন, জামির মোহাম্মদ মামুন, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আকতার হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেনসহ বিদ্যালয়গুলোর শিক্ষকেরা।

বই হাতে শিশুরা
ছবি: বন্ধুসভা

শহীদুল্লাহ রাসেল বন্ধুসভাকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘এত সুন্দর একটি পদক্ষেপ নেওয়ায় নারায়ণগঞ্জ বন্ধুসভাকে অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি।’ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আকতার হোসেন ও ইউপি সদস্য আলমগীর হোসেনও নারায়ণগঞ্জ বন্ধুসভাকে সাধুবাদ জানান।

কর্মসূচিতে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মনিকা আক্তার, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ইমরান নাজির, বন্ধু অর্পিতা হোসেন প্রমুখ।

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা