‘আনন্দ ভাগাভাগি করলে তা দ্বিগুণ হয়ে যায়’

খুলনা বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

‘রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। ঈদের দিনে এই কোমলমতি বাচ্চাদের মুখে এক চিলতে হাসি ফুটাতে পারলে, সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খোরাক হবে। সমাজের সব শ্রেণির মানুষ যদি নিজের সামর্থ্যমতো এদের পাশে এসে দাঁড়ায়; এই বাচ্চারাই একদিন দেশের বড় সম্পদে পরিণত হবে।’ খুলনা বন্ধুসভার সহমর্মিতার ঈদ কর্মসূচিতে এসে এ কথা বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোর্ত্তুজা আহমেদ সুমন।

৪ এপ্রিল বিকেলে খুলনা জিরো পয়েন্ট এলাকায় সমাজের পিছিয়ে থাকা শিশু ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে খুলনা বন্ধুসভা। সবাইকে দেওয়া হয় নতুন জামা।

খুলনা বন্ধুসভার সভাপতি অধ্যাপক তুহিন রায় বলেন, ‘খুলনা বন্ধুসভা সব সময় ভালোর সঙ্গে আলোর পথে যুক্ত আছে এবং থাকবে। বন্ধুসভার বন্ধুরা সব সময় ভালো কাজের প্রতি আগ্রহী। ঈদ উপলক্ষে এই মানুষদের সামান্য উপহার দিতে পেরে আমরা আনন্দিত।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের প্রভাষক নিশানা আফরিন বলেন, ‘দুঃখ ভাগাভাগি করলে তা অর্ধেক হয়ে যায়। আর আনন্দ ভাগাভাগি করলে তা দ্বিগুণ হয়ে যায়। ঈদ আনন্দকে আমরা এই বাচ্চাদের সঙ্গে ভাগ করতে চাই। তাতেই আমাদের ঈদ উদ্‌যাপন আনন্দময় হয়ে উঠবে।’

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার সাধারণ সম্পাদক আশফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক পাপন কংস বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ, প্রচার সম্পাদক ইমন মিয়া, বন্ধু সাকিব রেজাসহ আরও অনেকে।

যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা