পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার চড়ুইভাতি

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা
ছবি: কামরুল ইসলাম

ইউনিভার্সিটিতে ফাইনাল পরীক্ষা চলছে। তবে সেটি বন্ধুদের এক দিনের জন্য একত্রিত হতে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ব্যস্তময় জীবনে কিছু সময়ের জন্য বাল্যকালের স্মৃতিতে হারিয়ে যাওয়ার টান কে উপেক্ষা করতে পারেন।

গত ২৮ নভেম্বর চড়ুইভাতির আয়োজন করে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করে বন্ধুরা নিজেরাই রান্না করেন। আর যাঁরা রান্নার কাজে পারদর্শী নন, তাঁরা পাশে বসে গল্প-আড্ডায় মেতে ওঠেন।

বল নিক্ষেপ খেলা
ছবি: কামরুল ইসলাম

চড়ুইভাতিতে ছিল লুডু, বল নিক্ষেপসহ বিভিন্ন মজার খেলার আয়োজন। লুডু খেলায় বিজয়ী হয়েছেন বন্ধু শাহাজিয়া চৌধুরী ও সূবর্ণা খাতুন। বল নিক্ষেপ খেলায় বিজয়ী হন বন্ধু আতিকুর ও রুনা। তাঁদেরকে পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়েছে।

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সুজানা রহমান বলেন, ‘অনেক দিন পর বন্ধুদের সঙ্গে এমন আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পেরেছি। খুবই ভালো লাগছে। পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা এভাবে সামনের দিকে এগিয়ে যাক।’

উপদেষ্টা ক্বাদেমুল এহসান বন্ধুদের সামনের দিকে এগিয়ে চলার জন্য নানা দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি উপস্থিত বন্ধুদের মধ্যে মগ উপহার দেন এবং নতুন বন্ধুদের বরণ করে নেন।

বন্ধুরা নিজেরাই রান্না করেন
ছবি: কামরুল ইসলাম

অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দ আরও বাড়িয়ে দেন উপদেষ্টা রাকিব হাসান, সজীব হাসান ও মানতাশা হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন অর্থ সম্পাদক কামরুল হাসান, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাকিব আল হাসান ও সহযোগিতায় সাংগঠনিক সম্পাদক আবু তালহা।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিতা মন্ডল, কামরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সূবর্ণা খাতুন, দপ্তর সম্পাদক সানজিদা মুক্তা, প্রচার সম্পাদক জুলফিকার আলী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাজিয়া আক্তার, সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া রহমান, জেন্ডার সমতা সম্পাদক মাফরুহা পারসা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রুথ চৌধুরী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আল আরমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রুবেল সরকার, বইমেলা সম্পাদক রুনা আক্তার, কার্যনির্বাহী সদস্য নকিব, শামীম, অনি, পুতুল, বন্ধু আতিকুর, মাশফিক, সাইফ, দিপু, নিগম ও দুর্জয়।

কার্যনির্বাহী সদস্য, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা