‘গাছ রোপণ করব, ছায়া পাব, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে’

ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লার বাসিন্দা শিশু নুসরাত জাহান জানায়, সে মায়ের সহায়তায় বাড়িতে চারাগাছ দুটি রোপণ করবেছবি: বন্ধুসভা

শহরের নীলটুলি মহল্লার মুজিব সড়কের একটি হোটেলের কর্মচারী নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের বাসিন্দা শামীম শেখ (৩৬)। ফরিদপুর বন্ধুসভার পক্ষ থেকে তাঁকে চারাগাছ উপহার দেওয়া হয়েছে। সেই গাছ পেয়ে তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই অনেক বৃষ্টি হচ্ছে। বউ প্রতিদিন ফোন কইরা কয়, কয়ডা গাছ আইনা বাড়িতে লাগাও। একেকটা গাছের দামও অনেক বেশি। এ জন্য বেশি গাছ লাগাইতে পারি নাই। আজ বন্ধুসভার গাছ পাইয়া বাড়িতে নিয়া যাব। বউ এই তরতাজা গাছগুলো দেখলে খুশি হবেনে।’

৩০ আগস্ট শামীম শেখের মতো জেলার এমন নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করেছে ফরিদপুর বন্ধুসভা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের প্রেসক্লাব চত্বরে এগুলো বিতরণ করা হয়।

এসব গাছের মধ্যে ছিল ৩০০টি কাঁঠাল ও ২০০টি আমের চারা। যাঁরা উপহার পেয়েছেন, তাঁদের মধ্যে ছিল উচ্ছ্বাস। ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লার বাসিন্দা শিশু নুসরাত জাহান (৬) জানায়, সে মায়ের সহায়তায় বাড়িতে চারাগাছ দুটি রোপণ করবে।

ফরিদপুর বন্ধুসভা উদ্যোগে গাছের চারা বিতরণ
ছবি: বন্ধুসভা

গাছ পেয়ে খুশী নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের বাসিন্দা ইজিবাইকচালক জাহিদুল ইসলাম (৪৬)। তিনি বলেন, ‘গাছ প্রকৃতির অমূল্য সম্পদ। আমরা গাছ কাটার কুফল গত গরমের সময় পেয়েছি। গাছ রোপণ করব, ছায়া পাব, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। পাশাপাশি নিজেরা ফল খাব, প্রতিবেশীদের মধ্যে ফল বিতরণ করব।’

ফরিদপুর বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু বলেন, ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এসব গাছ বিতরণ করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক জহির হোসেন, বন্ধু শম্পা কোমল, লক্ষ্মণ মন্ডল, সুব্রত পাল, শুভ বিশ্বাস, সুজিত দাস, রিফাত হাসনাত, তৃষা দাস, মাফিকুল ইসলাম, মিঠুন দাস, সজীব দত্ত, জাহিদুজ্জামান খান, বাধন পাল ও রফিকুজ্জামান। সমন্বয় করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।

সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা